চৌগাছায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আরো পড়ুন

যশোরের চৌগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে শোক দিবস পালন করা হয়।

সোমবার সকাল ৮ টার দিকে মুক্তিযোদ্ধা ভাস্কর্যে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অ:) অধ্যক্ষ ড. নাসির উদ্দিন।

এছাড়া পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ইয়াসিন আলম চৌধুরী (তদন্ত), সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল রহমান বাবুল, তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আব্দুল হামিদ মল্লিক, কাউন্সিলর সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, আব্দুল সাত্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সোলাইমান হোসেন, রফিকুল ইসলাম, ইউসুফ আলী, আনোয়ার হোসেন, শের আলী, সার্জেন আবুল কাসেম, ছাত্রলীগ নেতা হাসান রেজা, সৌরভ রহমান বিপুল, আশিকুজ্জামান রিংকু, আরিফুল ইসলাম আরিফ, আকরাম হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুস্পমাল্য অর্পণ শেষে সংসদ সদস্য নাসির উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের দোয়া মাহফিলে অংশ করেন এবং গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ