চৌগাছায় গ্রাম পুলিশদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

আরো পড়ুন

যশোরের চৌগাছা থানায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই শীতবস্ত্র তুলে দেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আবুল বাশার।
শীতবস্ত্র বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার গ্রাম পুলিশদের ভূমিকার প্রশংসা করে বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমেই বাংলাদেশ পুলিশ তৃণমূল পর্যায়ের অনেক অপরাধী ও অপরাধের তথ্য পায়। গ্রাম পর্যায়ে পুলিশের কোনো তাৎক্ষণিক সহযোগিতার প্রয়োজন হলে সর্বপ্রথম গ্রাম পুলিশই এগিয়ে আসে।” তিনি পুলিশ ও গ্রাম পুলিশের এই সেতুবন্ধনকে আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশের সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্স এবং থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কনকনে শীতে পুলিশের পক্ষ থেকে এমন উপহার পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন

সর্বশেষ