যশোরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

আরো পড়ুন

যথাযথ ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। সোমবার দিবসটি উপলক্ষে শহরের বকুলতলা মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করতে জেলার সর্বস্তরের শোকাতুর মানুষের ঢল পড়ে।

IMG 20220815 075109 432 2 1সকাল ৮টায় সর্বপ্রথম বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নেতৃত্বে জেলা প্রশাসন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের নেতৃত্বে জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করেন। এর কিছু সময় পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

RAT 6746এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রেসক্লাব যশোর, যশোর যশোর সাংবাদিক ইউনিয়ন, জেলা মৎস্য অফিস,  জেলা প্রাণী সম্পদ অফিস, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর সরকারি এমএম কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ, যশোর সরকারি সিটি কলেজসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।IMG 20220815 WA0031

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নেতৃত্বে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যশোরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা 01

এদিকে, দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে দরিদ্র ভোজের আয়োজন করা হয়।

এছাড়ার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপনে এবং সরকারি হাসপাতাল, যশোর জেল খানা, শিশু উন্নয়ন কেন্দ্র, এতিমখানায় বিশেষ খাবারে ব্যবস্থা করা হয়। এছাড়াও মসজিদ, মাদাসা, এতিমখানায় কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।যশোরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা 02

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ