র‌্যাগ ডের নামে ডিজে পার্টি-গুন্ডামি নয়

আরো পড়ুন

সব স্কুল-কলেজে র‌্যাগ ডের নামে ডিজে পার্টি, গুন্ডামি, অশ্লীলতা ও অবৈধ কার্যকালাপ বন্ধের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে এ নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। সরকারি-বেসরকারি সব স্কুলের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের আদেশটি পাঠিয়েছে অধিদফতর।

আদেশে বলা হয়েছে, র‌্যাগ ডের নামে নগ্নতা, ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকালাপ, গুন্ডামি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য হাইকোর্টের এক রায়ে নির্দেশ দেয়া হয়।

আদেশে আরো বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীন সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে র‌্যাগ ডের নামে নগ্নতা, ডিজে পার্টি, অশ্লীলতা, অবৈধ কার্যকালাপ, গুন্ডামি ইত্যাদি কার্যকালাপ করা যাবে না। এসব কার্যকালাপ রোধে সব সরকারি-বেসরকারি স্কুল কলেজের প্রধান ও মাঠ পার্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে অধিদফতর।

জানা গেছে, চলতি বছরের ১৭ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগ ডের নামে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ