বাগেরহাটের চিহ্নিত মাদক বিক্রেতা ধলু পোদ্দারকে (২৮) গাঁজা ও ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে জেলার মোড়লগঞ্জ থেকে তাকে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করার পর তার স্বীকারোক্তিতে বসতঘর থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ধলু পোদ্দার এলাকার প্রফুল্ল পোদ্দারের ছেলে।
এ ঘটনার বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বুধবার সকালে জানান, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদক দ্রব্য বেচা-কেনা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের লোকজন তাকে অনুসরণ করছিলো। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সে ইয়াবার একটি চালান পৌঁছে দিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে। পরে তার ঘরে আধা কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

