মঙ্গলবার বড় ধাক্কা খেয়েছে বিহারে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃতীয় জনবহুল রাজ্যের ক্ষমতা থেকে ছিটকে পড়েছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। বিরোধী জোটে যোগ দেয়ায় পরবর্তী সরকার গঠনেও সংখ্যাগরিষ্টতা পাবে বিজেপির সঙ্গ ছাড়া দলটি।
ভারতের রাজনীতিতে বিহারের বড় ধরনের প্রভাব রয়েছে, সংসদে আইনপ্রণেতা নির্বাচনের ক্ষেত্রে রাজ্যটির অবস্থান চতুর্থ। সেখানে সরকারের পতন বিজেপির জন্য বিরল ধাক্কা।
২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে জোট ভেঙে যাওয়া মোদিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এত দিন ধারণা করা হচ্ছিল, আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো মিত্রদের নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।
পদত্যাগের ব্যাপারে মুখ্যমন্ত্রী নিতিশ কুমার বলেন, সহকর্মীরা বিজেপি জোট থেকে বের হয়ে আসার পরামর্শ দেয়ার পর তিনি পদত্যাগ করেন। তার দলকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল, বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন নিতিশ।
জনতা দলের নতুন জোটে রয়েছে আঞ্চলিক রাষ্ট্রীয় জনতা দল। নিতিশ বললেন, তাদের সুবিধাজনক সংখ্যাগরিষ্টতা রয়েছে। শিগগিরই নতুন সরকার গঠন হবে।
বিজেপি ও বিহারের জনগণের সঙ্গে নিতিশ কুমারের দল বিশ্বাসঘাতকতা করেছে। জনগণ এর উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য প্রধান সঞ্জয় জয়সওয়াল।
বিজেপি ও জনতা দল (ইউনাইটেড) সর্বশেষ ২০২০ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়। এর আগে ২০১৯ সালে এই জোট সাধারণ নির্বাচনে ৪০টির মধ্যে ৩৯টি আসন জিতে নেয়। সূত্র: রয়টার্স

