চাঁদপুর ও গাজীপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
এদের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুইজন এবং গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানা এলাকায় তুরাগ নদে নেমে দুইজনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ জানান, মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় ও উপজেলার ১০ নম্বর গন্ধব্যপুর ইউনিয়নের হোটনি গ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল হাসান (৬) টোরাগড় গ্রামের সরকার বাড়ির রানার ছেলে এবং আতিয়া (৩) হোটনি গ্রামের পূর্ব সর্দার বাড়ির দিদার হোসেনের মেয়ে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি জুবায়ের জানান, সাইদুল হাসান সমবয়সীদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। এ সময় সমবয়সীরা তার পরিবারের লোকজনকে জানালে তারা সাইদুলকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, একই দিন সকালে হোটনি গ্রামের পূর্ব সর্দার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় শিশু আতিয়া। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকায় তুরাগ নদে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুপুরে এ ঘটনায় নিহতরা হলো, ওই এলাকার আলী আকবরের ছেলে সাঈম হোসেন (১৩) এবং মঞ্জু মিয়ার ছেলে শিশির (১২)।
বাসন থানার এসআই মতিউজ্জামান জানান, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে তিন শিশু গোসল করতে যায়। একপর্যায়ে সাঈম ও শিশির নদীর গভীর পানিতে ডুবে যেতে থাকে।
এ সময় অপর শিশু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন গিয়ে সাঈম ও শিশিরকে উদ্ধার করে। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মতিউজ্জামান।

