গাজীপুরে ভিডিও ধারণ করায় প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক তুহিনকে হত্যা

আরো পড়ুন

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ক্রাইম-উত্তর) মো. রবিউল হাসান জানান, এক যুবক তরুণীকে প্রকাশ্যে মারধর করছিলেন—এমন দৃশ্য মোবাইলে ধারণ করায় তুহিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, তরুণীকে মারধরের সময় কয়েকজন যুবক চাপাতি ও ছুরি নিয়ে হামলাকারী যুবকের পিছু নেন। ওই দৃশ্য ধারণ করছিলেন তুহিন। তখন অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে চান্দনা ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে একাধিক দল অভিযান চালাচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ