৭৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

আরো পড়ুন

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া পরস্পরের যোগসাজশে গাজীপুর সিটি করপোরেশনের সরকারি উন্নয়ন তহবিল ও রাজস্ব তহবিল থেকে ভুয়া টেন্ডার, মিথ্যা বিল ও নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক দুর্নীতি করেছেন। এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তারা মোট ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন সংশ্লিষ্ট আইনের ধারায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ