খুলনায় উপ-খাদ্য পরিদর্শককে হত্যার হুমকি, স্ত্রীকে শ্লীলতাহানি

আরো পড়ুন

খুলনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুল ইসলাম নামে এক খাদ্য-উপপরিদর্শককে হত্যা করে বালুর নিচে পুতে রাখার হুমকি দেয়া হয়েছে।

এসময় তার স্ত্রীকে শ্লীলতাহানিসহ নগদ ৭৬ হাজার টাকাও ছিনিয়ে নেয়া হয়।

বুধবার (৩ আগস্ট) জেলার ফুলতলা উপজেলার মশিয়ালী এলাকায় এ ঘটনায় ঘটে। ঘটনার পর মনিরুল ইসলাম নিজের জীবনের নিরাপত্তার খাতিরে খানজাহান আলী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম মশিয়ালী পূর্ব পাড়ায় ক্রয়কৃত ৭ শতক জমিতে বালু ভরাট করে। তার জমির সাথে বিবাদী মোহন (৩২), লিটন (৩৫) জমি থাকায় বালি ভরাটের সুবিধার্থে উভয়ের জমি ভরাট করেন। মনিরুলের জায়গার বালু তাহার অনুমতি ছাড়া মোহন ও লিটন বস্তার ব্যারিকেট ভেঙ্গে তাদের জায়গায় নিতে থাকে। গত বুধবার (৩ আগস্ট) আনুমানিক বেলা ১ টায় মনিরুল ইসলাম ও তার স্ত্রী নিষেধ করলে মোহন কোদাল তুলে মারতে যায়, মোহন ও লিটনসহ অজ্ঞাত আরো ৪-৫ জন তাকে কিল ঘুষি মারে এবং লাঠি দিয়ে আঘাত করে আহত এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এসময়ে তার স্ত্রী এগিয়ে আসলে তার পরিহিত হিজাব ও বোরখা ছিড়ে ফেলে এবং মনিরুল ইসলামের পকেটে থাকা নগদ ৭৬০০০ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভিক্টিম মনিরুল ইসলাম নিজের জীবনের নিরাপত্তার খাতিরে অভিযুক্ত মোহন ও লিটনসহ অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে খানজাহান আলী থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ