যশোরে ট্রেনে কাটা পড়ে রুবায়েত হোসেন (০৭) নামের এক শিশুর পা বিছিন্নের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শহরের খড়কি গাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু রুবায়েত গাজিরবাজার এলাকার দিনমজুর বিল্লাল হোসেনের ছেলে।
শিশুর বাবা বিল্লাল হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রুবাইয়েত দৌড়ে ট্রেনলাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের নীচে পড়ে যায়। এ সময় ট্রেনে কেটে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থা রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। রুবাইয়েত বর্তমানে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।
যশোর মেডিকেল কলেজের সহোযোগি অধ্যাপক ডা.আনছার আলী বলেন, আহত শিশুর পা ঘটনাস্থলে কাটা পড়ে বিছিন্ন হয়ে যায়। শিশুটিকে ঢাকায় রেফার করা হয়েছে।
এদিকে শিশু রুবাইয়েতের পরিবার সুত্রে জানা যায়, তার বাবা এবং মা দিনমজুর হওয়ায় তাদের পক্ষে ঢাকায় গিয়ে চিকিৎসা নেবার মতো সামার্থ নেই। ফলে তারা যশোর জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

