চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় পাচারের সময় ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করেছে বিজিবি।
৩ আগস্ট বুধবার বেলা ১১ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালকের নির্দেশে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী বিত্তপি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে সীমান্তেরর ৮৫ নং পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ব্যাগ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক জানান, ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১শ টি নোট পাওয়া যায়। সর্বমোট ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। ডলারের তেজিভাবের মধ্যে দেশের সীমান্ত দিয়ে এই বিদেশি মুদ্রা পাচার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তিনি আরও জানান, ইউএস ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় দর্শনা থানায় দায়ের করা হয়েছে মামলা। উদ্ধারকৃত বিদেশি মুদ্রা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়েছে বিজিবি।

