চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বেশি দামে সার বিক্রয়ের অপরাধে দুই ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (০৩ আগস্ট) দুপুরে আলমডাঙ্গা নতুন বাসস্ট্যান্ড মোড়ে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে সরকার নির্ধারিত মুল্যের অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্সকে ৫০ হাজার ও মেসার্স জনির উদ্দিন এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা সর্বমোট দুই ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সজল আহম্মেদ জানান, গত ১লা আগস্ট কৃষি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি চিঠিতে ইউরিয়া সারের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২টাকা করা হয় খুচরা পর্যায়ে। একই চিঠিতে উল্লেক করা হয় ১ আগস্টের আগে ডিলার পর্যায়ে মজুদকৃত সার পুর্বের দামে অর্থাৎ ১৬ টাকা কেজি হিসেবেই বিক্রয় করতে হবে।
কিন্তু আলমডাংগার এই দুই ডিলার ১ আগস্টের পুর্বে উত্তোলিত ৮০০ টাকার ইউরিয়া ৯৮০ টাকা ও অন্যান্য সারও সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে বিক্রয় করছিল তা প্রমান মেলে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার করে দুই ডিলারকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ অবিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। এসময় সহযোগিতায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।

