সিংগাইর উপজেলা আ.লীগের সভাপতি মমতাজ, শহীদ সম্পাদক

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: আবারও মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এই কমটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. শহিদুর রহমান।

শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান। এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি), শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বক্তব্য দেন।

সম্মেলনে প্রধান অতিথি লেফটেনান্ট কর্নেল (অব) ফারুক খান (এমপি) বলেন, সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা আপনারা জানেন। এই মানিকগঞ্জেও ব্যাপক উন্নয়ন হয়েছে। ১০ বছর আগে সিংগাইরের কিছু বাড়িতে বিদ্যুৎ ছিল। আজ প্রতিটি ঘরে বিদ্যুৎ আছে। বর্তমানে বিদ্যুতের কিছুটা সমস্যা হচ্ছে। শুধু বাংলাদেশে নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার কারণে সারা বিশ্বেই কিছু সমস্যা হচ্ছে।

সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ