যশোর-৫ আসনে ধানের শীষ পাচ্ছেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস

আরো পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে বড় পরিবর্তন এনেছে বিএনপি। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের শরিকদের আসন ছেড়ে দেওয়ার এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগে মনোনীত ছিলেন অ্যাডভোকেট শহীদ ইকবাল
এর আগে গত ৪ ডিসেম্বর মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে জোটের বৃহত্তর স্বার্থে এবং শরিকদের সঙ্গে আসন সমঝোতার ফলে চূড়ান্ত পর্যায়ে আসনটি জমিয়তে ওলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।
কেন রশীদ বিন ওয়াক্কাস?
১২ দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে মুফতি রশীদ বিন ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় সূত্র জানায়, রাজপথে তার সক্রিয়তা এবং ইসলাম ও দেশের জন্য তার মরহুম পিতার অনন্য অবদানের কথা বিবেচনা করে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মণিরামপুর এলাকার মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন।
আরও যে ৭টি আসনে জোটকে ছাড় দিল বিএনপি
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে যশোর-৫ ছাড়াও আরও ৭টি আসনে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের জন্য প্রার্থী ছাড় দিয়েছে বিএনপি। আসনগুলো হলো:
* বগুড়া-২: মাহমুদুর রহমান মান্না (সভাপতি, নাগরিক ঐক্য)
* পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার (চেয়ারম্যান, জাতীয় পার্টি-কাজী জাফর)
* নড়াইল-২: ফরিদুজ্জামান ফরহাদ (চেয়ারম্যান, এনপিপি)
* পটুয়াখালী-৩: নুরুল হক নুর (সভাপতি, গণঅধিকার পরিষদ)
* ঝিনাইদহ-৪: রাশেদ খান (সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ)
* ঢাকা-১২: সাইফুল হক (সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)
* ব্রাহ্মণবাড়িয়া-৬: জোনায়েদ সাকি (প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন)
বিএনপি মহাসচিব জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এই দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আগামী নির্বাচনেও তারা ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবে

আরো পড়ুন

সর্বশেষ