ঝিনাইদহে দুর্বৃত্তের হামলায় প্রাণ গেল আ.লীগ কর্মীর

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের শৈলকুপায় দুর্বৃত্তের হামলায় জানিক শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩১ জুলাই) ভোরে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান।

নিহত জানিক পুরাতন বাখরবা গ্রামের পশ্চিমপাড়ার ইবাদত শেখের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও জুলফিকার কায়সার টিপুর সমর্থক ছিলেন।

সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান বলেন, নিহত জানিক পূর্বের রাজনৈতিক সহিংসতার ঘটনায় হামলা-মামলার ভয়ে এলাকাছাড়া ছিলেন। কদিন আগে গ্রামের বাড়িতে ফিরে এসে স্ত্রী-পুত্রদের নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শনিবার রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ধারারো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে রেখে যায়। এরপর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার করে। পরে আজ ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ