যশোরে সড়কে ঝরলো সাবেক মেম্বরের প্রাণ

আরো পড়ুন

যশোর-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবুল বিশ্বাস (৫০) নামে ইউপি সদস্য (মেম্বর) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১জুলাই) বিকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কে চুড়ামনকাটি উত্তরপাড়া সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত বাবুল বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাইদারপুর গ্রামের মাওলা বিশ্বাসের ছেলে। তিনি মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

নিহত বাবুলের সাথে থাকা মোটরসাইকেল চালক একই উপজেলার ডেবলবাড়ি গ্রামের গোলাম হোসেন জানান, বিকালে তারা যশোর শহর থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দ্যেশে ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামনকাটি উত্তরপাড়ার নিকট পৌঁছালে পিছন থেকে আসা যশোর মেট্রো ১১-৩১১৯ ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে বসে থাকা বাবুল বিশ্বাস ট্রাকের চাকায় পিষ্ট হয়। আল্লাহ রহমতে আমি প্রাণে বাচি।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম হোসেন জানান, নিহত বাবুল বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নং ওর্য়াডের ইউপি সদস্য। তিনি মোটরসাইকেলের কাগজপত্র করার জন্য যশোর শহরে একটি শোরুমে আসেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে মগে পাঠনো হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ