শাহ জামাল শিশির, ঝিকরগাছা: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঝিকরগাছায় ৯২ পরিবারের মাঝে জমি ও ঘর দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের এসব ঘর দেন প্রধানমন্ত্রী।
এসময় ৪শ বর্গফুটের দুই শতক জমির দলিল, নামজারির খতিয়ানসহ সুদৃশ্য লাল রঙের টিনের ছাউনিযুক্ত দুই কক্ষ বিশিষ্ঠ থাকার ঘর, রান্নাঘর, নিরাপদ টয়লেট ও ইউটিলিটি স্পেস হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য ঝিকরগাছা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান, পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত সহ উপজেলার পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ।
‘মুজিবর্ষে কেউ ভূমি ও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে যশোরে মোট ২৬ হাজার ২২৯ পরিবারের মধ্যে ঝিকরগাছায় এই ৯২টি ঘর ও জমি দেয়া হয়।
উল্লেখ্য, ঝিকরগাছায় এর আগে প্রথম পর্যায়ে ৩৩টি, দ্বিতীয় পর্যায়ে ১৩টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪১ টি, এবং দ্বিতীয় ধাপে ৯২টি সহ সর্বমোট ১৭৯ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দেয়া হলো।

