উৎপল দে, কেশবপুর: যশোরের কেশবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ। এর মধ্যে উপজেলার শ্রেষ্ঠ সাব এসিট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হয়েছেন সুমন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক বিশ্বনাথ আইচ, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা আকলিমা খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নূরুন্নাহার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ গৌরীঘোনা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র সাগরদাঁড়ি।
অনুষ্ঠানে ৬টি পর্যায়ের সেরাদেরকে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

