মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা করবে আওয়ামী লীগ

আরো পড়ুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় মামলা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করার কথা রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীকে কটূক্তি ও তার কুশপুত্তলিকা দাহ করার কারণে বিএনপির মহাসচিবকে আসামি করে মামলা করা হবে।

এই মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করা হতে পারে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ