১৩৯ পিস এলএইচডিসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

আরো পড়ুন

ঢাকা অফিস: রাজধানীতে ১৩৯ পিস রঙ্গিন প্রিন্টেট ব্লক পেপার স্টিপস এলএসডিসহ নাজমুল ইসলাম বিশ্বাস (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা দক্ষিণ।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে রাজধানীর ভাটার এলাকার জামিয়া মাদানী মসজিদ রোডের একটি বাসা থেকে তাকে ২৫ পিস এলএসডিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, আবাসিক এলাকার জি ব্লকেথ সাত নম্বর রোডের একটি বাসা থেকে ৪২ পিস ও ৭১ রঙ্গিন প্রিন্টেট ব্লক পেপার স্টিপস লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড (এলএসডি) উদ্ধার করা হয়।

বুধবার (৬ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

মেহেদী হাসান জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়- ২০১৭ সালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞানে স্নাতকে অধ্যয়নের সময় মাদকের সংস্পর্শে আসেন তিনি। সেসময় বিদেশে অধ্যয়নরত তার বন্ধুদের কাছ থেকে এই মাদক সংগ্রহ করতেন তিনি। পরে ডার্ক ওয়েব ও বিটকয়েন ব্যবহার করে এই মাদক বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে এসে এর বাজার সৃষ্টির প্রয়াস চালান। এর আগে ২০২১ সালে পুলিশের হাতে ১০ পিস এলএসডিসহ ধরা পড়েন তিনি। জামিনে বের হয়ে পুনরায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ১৪০ পিস এলএসডি সে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে নিয়ে আসেন। এর মধ্যে ১৩৮ পিস এলএসডিসহ (৯৬ পিস রঙ্গিন প্রিন্টেড ব্লট পেপার স্ট্রিপ এলএসডি এবং ৪২ পিস হোয়াইট ব্লট পেপার স্ট্রিপ এলএসডি) মঙ্গলবার গ্রেফতার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক জানান, নাজমুল বিশ্বাসের ব্যবহৃত ল্যাপটপ এবং মোবাইল অনুসন্ধানে দেখা যায়, মাদক বিক্রির একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। তার দেওয়া তথ্য ভিত্তিতে অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ