কেশবপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বুধবার (৬ জুলাই) দুপুরে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও প্রতাপুর সিআইজি সমবায় সমিতির বাস্তবায়নে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।

প্রতাপুর সিআইজি সমবায় সমিতির সভাপতি চাঁদ মোড়লের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার। সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ গাজী।

কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি হিসেবে ২টি পাওয়ার টিলার, ৩টি ভ্যান, ৮টি স্প্রে মেশিন ও ৪০টি পণ্য রাখা ক্যারেট দেওয়া হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ