মোবাইল নিয়ে দ্বন্দ্বে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় চৌদ্দগ্রামে পুরোনো মোবাইল বেচাকেনা নিয়ে দ্বন্দ্বে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রব নয়ন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব নয়ন নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তার মামাতো ভাই আবুল কালাম (৩৬) একই গ্রামের আবুল কাশেমের ছেলে।

চাকমা স্থানীয়দের বরাত দিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন জানান, বুধবার বেলা ১১টার দিকে নোয়াগাঁও গ্রামের শাহজাহানের পুকুর পাড়ে পুরোনো মোবাইল বেচাকেনা নিয়ে নয়ন ও কালামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নয়নের পেটে কালাম তার কোমরে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে নয়নের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন কালাম।

ওসি জানান, এ ঘটনায় নিহত আব্দুর রব নয়নের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। কালামকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ