শাহ জামাল শিশির, ঝিকরগাছা: খ্রিষ্টান থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হওয়ায় বিপাকে পড়েছেন যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের এক হস্তশিল্প ব্যবসায়ী। তার খ্রীস্টান ধর্মাবলম্বী স্ত্রী তাকে বসতবাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করেছেন। অভিযোগ উঠেছে বালিশচাপা দিয়ে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে।
এই ঘটনায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ফেরত এবং হত্যাচেষ্টার বিচার পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী লিভিও তানভির বিশ্বাস। তিনি ঝিকরগাছা উপজেলার গদখালী কামারপাড়া গ্রামের মৃত মাইকেল বিশ্বাসের ছেলে।
ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল লিভিও বিশ্বাস। গতবছর ৩ মার্চ তিনি এফিডেভিট করে খ্রিষ্টান থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। ভালবেসে বিয়ে করেন যশোরের খড়কি বামন পাড়া রোডের গোলাপী বেগম ওরফে সোনালী বিশ্বাস কে।
অভিযোগ উঠেছে ধর্মান্তরিত হওয়া এবং বিয়ে করায় তাকে বাড়িছাড়া এবং তার ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছেন খ্রীস্টান ধর্মাবলম্বী স্ত্রী লুচিয়া বিশ্বাস (৪৮)। বাড়ি থেকে বিতাড়িত, ব্যবসা প্রতিষ্ঠান দখল ও হত্যাচেষ্টার অভিযোগ এনে স্ত্রী লুচিয়া বিশ্বাস, শ্যালক লুইস বেকা মন্ডল (৫৮), শ্যালিকা লুইজা মন্ডল (৫০) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বাদী লিভিও তানভীর বিশ্বাস জানান, তিনি জন্মসূত্রে খ্রিষ্টান। ধর্মীয় মোতাবেক তিনি ১৯৯৬ সালে লুচিয়া বিশ্বাসকে বিয়ে করেন। তার গর্ভে দুই কণ্যা সন্তান জন্মগ্রহণ করে৷ পরবর্তীতে স্ত্রী অন্যত্র পরকীয়ায় লিপ্ত হলে তাদের সংসারে অশান্তি দেখা দেয়। একসময় তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং অন্যত্র বিয়ে করেন।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ধর্মান্তরিত এবং অন্যত্র বিয়ে করায় তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া মালামাল দখল করে তার নিজ নামের বসতবাড়ী এবং ফ্লাগুনী হ্যান্ডি ক্যাপ্টস নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে তাড়িয়ে দেয়া হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এর আগেও স্ত্রী লুচিয়া বিশ্বাস থানায় লিখিত অভিযোগ করেছেন। রাষ্টীয় আইনে তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান স্ত্রীর নামে। নতুন করে লিভিও তানভির বিশ্বাস অভিযোগ করেছেন৷ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জাগো/এমআাই

