যশোর শিল্পকলা একাডেমির ভোটগ্রহণ চলছে

আরো পড়ুন

শনিবার যশোর শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির (২০২২-২০২৫) নির্বাচন। নির্বাচনে দুটি পরিষদে (লাল-সবুজ এবং রংধনু) বিভক্ত হয়ে ৮টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

যশোর জেলা শিল্পকলা একাডেমির নির্বাচন জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৯৭৫ জন সদস্য। নির্বাচন কমিশনার যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোট প্রদানকালে সকল ভোটারকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য নির্দেশনা জারি করেছেন।

নির্বাচনে লাল-সবুজ পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি পদে আহমেদ সাইদ বুলবুল ও সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মাহমুদ হাসান বুলু, যুগ্ম সম্পাদক পদে অনুপম দাস ও চঞ্চল কুমার সরকার, সদস্য ৩ জন হলেন- অ্যাড. বাসুদেব বিশ্বাস, শহিদুল হক বাদল এবং ডা. আতিকুজ্জামান রনি।

ইব্রাহীম ভাই

রংধনু পরিষদ থেকে সহ-সভাপতি পদের দুই জন হলেন, জাহাঙ্গীর আলম ও আসাদ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক পদে রওশন আরা রাসু, যুগ্ম সম্পাদক পদের দুইজন হলেন- আনিসুজ্জামান পিন্টু ও নাসির উদ্দীন মিঠু এবং সদস্য পদের ৩ জন হলেন- প্রদীপ চক্রবর্তী রানা, সাজ্জাদ গনী খান রিমন ও ফয়সাল খান।

রংধনু পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাসেদুজ্জামান সেলিম জানান, নতুনের জয়গানে পরিবর্তনের লক্ষ্য নিয়ে ‘মুক্ত মনে যুক্ত হোক সূর্য অঙ্গিকার’ শ্লোগানকে সামনে রেখে রংধনু পরিষদ গঠন করা হয়েছে। তিনি বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ হোক বাধাহীন এমন প্রত্যয়ে রংধনুর প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি রওশন আরা রাসুর নেতৃত্বাধীন রংধনু পরিষদের পক্ষে সকলের সমর্থন ও ভোটারদের ভোট প্রার্থনা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ