কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্পের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মধ্যকুল ছাতিয়ান তলায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলার মধ্যকুল গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার। উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম খান ও আব্দুর রশিদ. কৃষক সুকুমার রায় প্রমূখ।
জাগো/এমআই

