জাতীয় ও স্থানীয় নির্বাচন সামনে রেখে রাজশাহী অঞ্চলের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে অস্ত্র চোরাচালানের প্রধান রুট হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি, পুলিশ ও র্যাব।
বিজিবি ও স্থানীয় সূত্রের তথ্যমতে, রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি অবৈধ অস্ত্র ঢোকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে। এই উপজেলার রানীনগর হঠাৎপাড়া, শাহাপাড়া, পণ্ডিতপাড়া ও বালিয়াদিঘি গ্রামের বেশ কিছু চিহ্নিত অপরাধী অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। গত ছয় মাসে শুধু চাঁপাইনবাবগঞ্জেই ১২টি আগ্নেয়াস্ত্র, ৪১টি গুলি ও সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ করেছে বিজিবি।
বিগত কয়েক মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মরণাস্ত্র উদ্ধার করা হয়েছে:
বনলতা এক্সপ্রেস ট্রেনের অভিযান: গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস থেকে সেনাবাহিনী ৮টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬টি গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে।
কোচিং সেন্টারে অস্ত্র: ১৬ আগস্ট রাজশাহী নগরের কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টার থেকে বিদেশি এয়ারগান, রিভলবার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিবিধ উদ্ধার: ডিসেম্বর ও জানুয়ারিতে বাঘা, সিটিহাট, তানোর এবং কাটাখালী এলাকায় র্যাব ও পুলিশের অভিযানে ওয়ান শুটারগান, বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
গোয়েন্দা তথ্যানুযায়ী, নির্বাচন ঘনিয়ে এলেই কদর বাড়ে ভাড়াটে সন্ত্রাসীদের। নির্দিষ্ট প্রার্থীকে জেতাতে কেন্দ্র দখল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ বা অস্ত্রের মহড়া দিতে এসব বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পায়। এসব অবৈধ অস্ত্রের কারণে অনেক সময় প্রাণহানির মতো রক্তক্ষয়ী সংঘাতও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ অভিযান চলমান রয়েছে। সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর।
অন্যদিকে, বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সীমান্ত দিয়ে অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি দ্বিগুণ করা হয়েছে। বিশেষ করে পদ্মা নদীতে সাতটি স্পিডবোট দিয়ে টহল চলছে এবং ভোট উপলক্ষে অতিরিক্ত সাত শতাধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

