চৌগাছায় ভাইপোর কোদালের আঘাতে চাচা আহত

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আপন ভাইপোর কোদালের আঘাতে চাচা মুজিবর রহমান (৫৮) গুরুত্বর আহত হয়েছেন। আহত মুজিবর উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

শনিবার (১৮ জুন) সকাল ১১ টায় নিজ বাড়ি সংলগ্নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশকিছু দিন আগে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে স্বরুপপুর গ্রামের মুজিবর রহমানের সাথে ভাইপো শফিকুল ইসলামের বিরোধ চলছিল। শনিবার সকালে জমি ভাগ বন্টনের সূত্র ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শফিকুল ইসলাম কোদাল দিয়ে চাচা মুজিবর রহমানকে মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসীর সহযোগীতায় আহত মুজিবর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। কিন্তু মুজিবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তৎক্ষণিক যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ