স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির সুস্থতা কামনায় হাজিরবাগে দোয়া

আরো পড়ুন

শাহ জামাল শিশির, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছার হাজিরবাগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাতে সোনাকুড় দলীয় কার্যালয়ে এর আয়োজন করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ।

দোয়া মাহফিল উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক ছাত্রলীগ নেতা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালে জীবনবাজি রেখে সবসময় অসহায় মানুষের পাশে ছিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তার সুযোগ্য নেতৃত্বে দেশব্যাপী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাইকিং, কর্মহীনদেন খাদ্য ও অর্থ সহায়তা, টেলিহেলথ কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারের ফ্রি পরামর্শ সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা রোগী বহন, করোনায় মৃত লাশের গোসল, জানাজা, দাফন ও সৎকার, দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

তিনি আরো বলেন, ঈদে হতদরিদ্র অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। রোজায় ইফতার ও মধ্য রাতে সেহরি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছেন নির্মল রঞ্জন গুহ।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম-আহবায়ক আজাহারুল ইসলাম লাবু, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, সাজ্জাতুল জামান রনি, মিন্টু মিয়া, মিজানুর রহমান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী নেতা, নুরুল আমিন মধু, যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিক সানা, নাভারণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক শিকদার রবি, গদখালীর মুন্সী আবুল হোসেন, আরিফ হাসান, আবু কালাম, শংকরপুরের হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন, আলাউদ্দিন আলা, আয়নাল, বিজয় কুন্ডু, নয়ন, জাহিদুল, রকি প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাজউদ্দিন। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাকুড় গাজীপাড়া মসজিদের ইমাম আনারুল ইসলাম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ