যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি হলেন নূর উন নবী, সম্পাদক খোকন

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: এক যুগ পর যশোর সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে জাতীয় নির্বাচনের আদলে উপজেলার শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নূর-উন-নবী, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।

মঙ্গলবার (৭ জুন) রাত ৯ টার দিকে ভোট গণণা শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এর আগে, যশোর টাউন হল মাঠের আলমগীর সিদ্দিকী হলে দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ২ টা থেকে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, জাতীয় নির্বাচনের আদলে অনুষ্ঠিত হয় সদর উপজেলা বিএনপির কাউন্সিলের ভোট গ্রহণ। ভোটদান কক্ষে স্বচ্চ ব্যালট বক্স, ভোট গ্রহণের গোপন বুথ, হাতের অমোচনীয় কালি, রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সবকিছুই ছিল। আগেই তৈরি করা হয় ভোটার তালিকা। বাইরে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে দলের দায়িত্বশীল নেতাকর্মীদের ছিল পর্যবেক্ষণের সুযোগ। ছিল পর্যবেক্ষণ বই।

তিন সদস্যের একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনার এই নির্বাচনে দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ৯৯৪ জনের মধ্যে ৯৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মো. নূর-উন-নবী ও কাজী আজম, সাধারণ সম্পাদক পদে আঞ্জুরুল হক খোকন ও রেজাউল ইসলাম কামাল এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন ও ইদ্রিস আলী প্রতিদ্বান্দিতা করেন। এর আগে সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন। অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে ওড়ানো হয় শান্তির প্রতীক পায়রা, রং বেরংয়ের বেলুন, ফেস্টুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সম্মেলন সম্পর্কে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল । যে দলের মধ্যে রয়েছে অবাধ ও মুক্ত গণতন্ত্র চর্চার সুযোগ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যে প্রক্রিয়ার মাধ্যমে দলের কমিটি পুনর্গঠনের কার্যক্রম চলছে, সেই ধারাবাহিকতা যশোরে অব্যহত রেখে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। ওয়ার্ড থেকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। তারাই আগামী দিনে সদর উপজেলা নেতৃত্ব বেছে নেবে। কোন বিভেদ কিংবা বিভাজন নয়, প্রতিযোগিতার মধ্য থেকে নেতৃত্ব বাছাইয়ের জন্যে এই নির্বাচন এমনটি বলছেন দলটির এই নেতা।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ