না ফেরার দেশে চৌগাছা উপজেলা আ.লীগ নেত্রী চাঁদনী আক্তার

আরো পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের দু’বার চেয়ারম্যান পদপ্রার্থী চাঁদনীর আক্তার (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ জুন) বিকাল ৪ টায় আন্দুলিয়া গ্রামের নিজ বাসাভবনে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুটি সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি জানান, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য চাঁদনীর আক্তার দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগে ভুগছিলেন। বুধবার তার ব্লাডপেশার কম ছিল। তিনি ইনসুলিনও নেন। কিন্তু বিকালে হঠাৎ তিনি কয়েকবার বমি করেন। একপর্যায় হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় তিনি মৃত্যু বরণ করেন।

তিনি আনও বলেন, তার স্বামী হাসানুল কবির লিপু একজন ব্যবসায়ী। এছাড়া দুটি সন্তান রয়েছে। বড় মেয়ে লাবণ্য মেডিকেল কলেজের ছাত্রী ও ছেলে মবিন দশম শ্রেণির ছাত্র।

এদিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নূর আল মামুন হিমেল প্রমূখ।

রাতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমা চাঁদনী আক্তারের দাফন সম্পন্ন হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ