বাগেরহাটে গর্ভবতী নারীর মৃত্যু

আরো পড়ুন

বাগেরহাটের চিতলমারীতে আফরোজা আক্তার (২২) নামের একজন গর্ভবতী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির ময়নাতদন্তের জন্য শনিবার (৪ জুন) সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তার সঠিকভাবে জানা যায়নি।

আফরোজা আক্তার চিতলমারি উপজেলার শান্তিখালী গ্রামের মোস্তফা শেখের ছোট মেয়ে।

নিহতের পিতা জানান, এক বছর আগে উপজেলার হিজলা নূতন চর এলাকার সিরাজ শেখের ছেলে আমিনুর সেখের সাথে তার মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জামাই আমিনুর সেখ প্রায় ১৫ লাখ টাকা যৌতুক নেয়। শুক্রবার রাত ১১টার দিকে মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা ওড়না পেচিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। মেয়ে দুই মাসের গর্ভবতী ছিলো। তার হত্যার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে আফরোজার স্বামী আমিনুর সেখ ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায় নাই।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এই এম কামরুজ্জামন খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মেয়ের পরিবার মামলা করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ