খুলনায় অবৈধ ৮ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

আরো পড়ুন

খুলনা স্বাস্থ্য বিভাগের অভিযান চালিয়ে মহানগরী এলাকায় অবস্থিত লাইসেন্সবিহীন ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (২৯ মে) এই অভিযান চালানো হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের সহকারী পরিচালক হারুন অর রশীদ জানান, রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোনাডাঙ্গা এলাকার ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান।

এর মধ্যে সাউথ সিটি ডায়াগনষ্টিক, ডেল ইউ, পপুলার ডায়াগনষ্টিক, সিটি ম্যাক ডায়গনস্টিক সেন্টর, ম্যাক হেলথ কেয়ার সেন্টার, বয়রা সেন্ট্রাল ডায়গনস্টিক সেন্টার, রেডিয়েন্স ক্লিনিক্যাল আন্ট্রা সাউন্ড, এডি হাসপাতাল এই ৮ টির লাইসেন্স না থাকায় সেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়া যেগুলোর লাইসেন্স নবায়ন করা নেই তাদেরকে ১ মাসের মধ্যে নবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি জানান, তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। লাইসেন্সবিহীন সবগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করার পর জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে সেগুলো সিলগালা করে দেয়া হবে। এ ছাড়া নগরীর ৩৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই। সেগুলোকে বন্ধ করার জন্য চিঠি দিয়ে লিখিত নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ