যশোর সার্কিট হাউজ পাড়ায় জমিজমাকে কেন্দ্র ৩ জন আহত

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের সার্কিট হাউজ পাড়ায় জমিজমাকে কেন্দ্র করে কামরুল ইসলাম (৩৯) সহ তিন জনকে কুপিয়ে জখম করেছে আহত কামরুলের আপন পাঁচ ভাই। শনিবার (২৮ মে) রাত ১২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম ওই এলাকার মৃত বারিক জোয়ার্দারের ছেলে। তারা ছয় ভাই। হামলার ঘটনায় কামরুল সহ তার স্ত্রী এবং তার দুই ছেলেও আহত হয়েছে।

আহত কামরুল অভিযোগ করে জানায়, তার বাবা বেঁচে থাকতে তার বাবার সম্পত্তি ৩ একর ৮৭ শতক জমি ভাইদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়ে যায়নি। যার ফলে বাবা মারা যাবার পর কামরুলের চাচা আব্দুর রহমান কামরুলের পাঁচ ভাইয়ের সহোযোগিতা জাল দলিল করে কোর্ট থেকে রায় নেয়। এরপর কামরুল জাল দলিল করে সম্পত্তি ফাঁকি দেওয়ার ঘটনা জানতে পেয়ে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় আপিল করে। আপিল করায় তার পাচ ভাইয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এবং গত ৬-৭ মাস ধরে তার পাঁচ ভাই কামরুলকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি সহ হত্যার চেষ্টা করে আসছিলো। সবশেষ গতকাল শনিবার রাত ১২টার দিকে আচমকা কামরুলের বসত বাড়িতে রাম দা, চাকু এবং শাবল নিয়ে ঢোকে তার চার ভাই আমিনুর ইসলাম (৫০), মনিরুল ইসলাম(৬০) , মমিনুর ইসলাম(৪৯) এবং রুহুল (৬৫)। এ সময় তারা কামরুল সহ তার স্ত্রী এবং দুই ছেলেকে বেধড়ক মারধর করে। এতে কামরুল গুরুতর জখম হলে তারা হত্যা চেষ্টায় ব্যার্থ হয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা কামরুল এবং তার স্ত্রীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিলে গোপন সুত্রে জানা যায়, কামরুলের পাঁচ ভাইয়ের দাপটে ওই এলাকায় বেশকিছুদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হচ্ছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ