নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ভারসাম্যহীন যুবকের মৃত্যু

আরো পড়ুন

নীলফামারী: নীলফামারীতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে মো. হাসিম (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৯ মে) সকালে সৈয়দপুর গোলাহাট বধ্যভূমি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিম ওই এলাকার কাশিম উদ্দিনের ছেলে। তিনি বাদাম বিক্রিসহ বিভিন্ন সময় দোকানে কাজ করতেন। তিনি মাঝে মধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, হাসিম আজ সকাল সাড়ে ৭টায় বাড়ি থেকে বের হয়ে গিয়ে এই দুর্ঘটনার কবলে পরেন। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ