নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
রবিবার (৩০মে) সকাল সাড়ে ৭ টার সময় পুলিশ জানায় বেনাপোল পোটথানাধীন পুটখালী পূর্বপাড়া আসামীর নিজ বসত বাড়ি থেকে ৩৫ ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।
আটক আসামী হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে ওমর ফারুক।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন।আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্ররণ করা হয়েছে।
জাগো/এমআই

