কেশবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আরো পড়ুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বুধবার (২৫ মে) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরিষদের মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, এস এম হাবিবুর রহমান, এস এম মুনজুর রহমান, জসীম উদ্দীন, তৌহিদুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনার উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ