খুলনা প্রতিনিধি: খুলনার কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক আসামি পিবিআই পরিদশর্ক মঞ্জুরুল আহসান মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই খুলনার পুলিশ সুপার সৈয়দ মুসফিকুর রহমান।
তিনি বলেন, গত ১৫ মে নগরীর ছোট মির্জাপুরের একটি বাড়ির নীচতলায় বিএল কলেজের এক শিক্ষার্থীকে পিবিআই ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদ ধর্ষণ করেন-এই মর্মে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে মাসুদ পলাতক রয়েছে। পলাতক থাকা এবং মামলার আসামি হওয়ায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান এলাকার সিসি ক্যামেরায় ফুটেজ থেকে পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ এবং ছাত্রীটি ঐ বাড়ীতে একত্রে যাওয়া এবং অনেক পরে বের হয়ে আসার প্রমাণ পাওয়া গেছে। ছাত্রীটি এর আগেও পিবিআই অফিসে মাসুদের সাথে দেখা করেছিল।
এদিকে, ধর্ষণের ঘটনার পর ওই বাসাটি ভাড়া নেয়া আবু হেনা মুক্তি ও সাবলেট নেয়া জাকির পলাতক রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
জাগো/এমআই

