যশোর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন জবেদ আলী

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগের যশোর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা জবেদ আলী। জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্রের ১৫ (গ) ধারা অনুযায়ী যশোর জেলা শ্রমিক লীগের ১ নম্বর সহসভাপতি জবেদ আলীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

যশোর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বুধবার (২৫ মে) ঢাকা থেকে সড়ক পথে যশোরে এসে বিকাল পাঁচটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের যশোর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সম্মানীত সকল নেতৃবৃন্দ, জাতীয় ইউনিয়ন ও ইউনিট কমিটির সকল নেতৃবৃন্দকে বিকাল সাড়ে চারটার মধ্যে বঙ্গবন্ধু ম্যুরালে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উল্লেখ, গত ২৪ এপ্রিল ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ