ঝিকরগাছায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর ইউনিয়ন

আরো পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ তে চ্যাম্পিয়ন হয়েছে ঝিকরগাছা সদর ইউনিয়ন।

মঙ্গবলার (২৪ মে) বিকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১-০ গোলে হাজিরবাগ ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঝিকরগাছা ইউনিয়ন।

ম্যাচের শুরু থেকে হাড্ডা হাড্ডি লড়াই হলেও নির্ধারিত ৭০ মিনিটের খেলার ঠিক দুই মিনিট আগে একমাত্র জয়সূচক গোল করেন সদর ইউনিয়নের আরিফ খান জয়।

খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গদখালী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ