শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা ও একটি মোটরসাইকেলসহ জসিম উদ্দিন (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) বিকালে উপজেলার গোগা-সাতমাইল রোডের বসতপুর ফুলতলা মোড় থেকে এ রুপার চালানটি আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক জসিম উদ্দিন উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রুপা পাচারের গোপন খবরে গোগা-সাতমাইল রোডের বসতপুর ফুলতলা নামকস্থানে অভিযানে চালিয়ে একটি মোটরসাইকেলসহ জসিমকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি ৩০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলাম জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

