কেশবপুর (যেশোর) প্রতিনিধি: পল্লী চিকিৎসকদেরকে সংগঠিত করার লক্ষে শনিবার (২১মে) দুপুরে যশোর জেলা ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এ কে আজাদ ইকতিয়ারকে সভাপতি ও ইসহাক আলীকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম চৌধুরী ও মহাসচিব সোনাম উদ্দিন সোহেল ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
এ উপলক্ষে শনিবার কেশবপুরের মাইকেল মোড়ে পিটিএফ’র হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর জেলা ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) সভাপতি এ কে আজাদ ইকতিয়ারের সভাপতিত্বে ও সমাজকর্মী উৎপল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোনাম উদ্দিন সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শংকর কুমার পাল ও শিক্ষক মতিয়ার রহমান।
নবগঠিত কমিটির অন্যরা হলেন- জৈষ্ঠ্য সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি আব্দুল কাদের, ছাত্তারুজ্জামান, জামির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক এনামুল হাসান ফিরোজ, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক নুরুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন হিরণ, সমাজ কল্যাণ সম্পাদক শেখ নুর উজ জামান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, আইন বিষয়ক সম্পাদকশংকর কুমার পাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক জোছনা খাতুন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রানা, নির্বাহী সদস্য উসমান গনি ও আরিফ হাসান।
জাগো/এমআই

