ডিবি পুলিশের পৃথক অভিযানে চৌগাছায় ২ মাদক ব্যাবসায়ী আটক

আরো পড়ুন

জাহিদ হাসান সোহান, চৌগাছা: যশোরের চৌগাছায় ২০ মে (শুক্রবার) ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা এবং ২১ মে (শনিবার) ২৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে রাব্বী রহমান ও উপজেলার পশ্চিম কারিগর পাড়ার নিসার উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই আরিফুল ইসলামসহ একটি টিম ভোর সাড়ে ৪ টায় চৌগাছা থানাধীন ফুলসারা গ্রামের চুড়ামনকাটি থেকে চৌগাছা গামী রোডের মাহাতাব মুন্সির মোড় থেকে আবু বক্কার সিদ্দিককে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে, ডিবি’র অপর একটি টিম শুক্রবার সন্ধ্যা ৭ টার পর চৌগছা পুড়াপাড়া খালপাড়াস্থ পুড়াপাড়া থেকে শাহপুর গামী রোডের বাহার মিয়ার ধানী জমির সামনে থেকে রাব্বি রহমানকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ