নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যশোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সোমবার (১৬ মে) বিকেলে যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ব্যক্তিগত কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা পনির, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের উপপ্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন, যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাবের হোসেন জাহিদ, আহসানুল করিম রহমান, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, যুবলীগনেতা সাইদুর রহমান রিপন, রাসেল, সুজন, বিপ্লব, ছাত্রলীগনেতা শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাগো/এমআই

