খুলনা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
শনিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে খুলনা থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ষ্টেশন রোডস্থ সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৫৮২ অফিসের দক্ষিণ গলির মুখে পাকা রাস্তার ওপর হতে মাদক ব্যবসায়ী রোমেল শেখকে (২৭) ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করেছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১ টি মামলা দায়ের করা হয়েছে।

