ঈদের দিন দেশব্যাপী বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই বৃষ্টি হতে পারে দিনভর।
সোমবার অধিদফতরের আবহাওয়াবিদ নেওয়াজ কবীর গণমাধ্যমকে বলেন, ঈদের দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝাড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, রাজধানীতে ঈদের দিন সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকেল এবং রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।

