সাতক্ষীরায় ভূয়া পরীক্ষার্থীর ১০ দিনের কারাদণ্ড

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে পরীক্ষা দিতে এসে ফরহাদ হোসেন নামের এক ভূয়া পরীক্ষার্থীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।গত বৃহস্পতিবার সকালে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি ধরা পড়েন।

দন্ডপ্রাপ্ত শিক্ষার্থী কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আকবর হোসেনের ছেলে। আর প্রকৃত পরীক্ষার্থী হল শেখ জালাল একই উপজেলার শেখ জামালের ছেলে।

শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহিদ জানান, স্নাতক কোর্সের ছাত্র শেখ জালাল উদ্দীন ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হয়। নিয়মানুযায়ী ওই বিষয়ে পরীক্ষা দিতে ফর্ম-ফিলাপ করে জালাল। তবে নির্ধারিত দিনে জালাল ফরহাদকে পরীক্ষা দেওয়ার জন্য ভাড়া করে। পরীক্ষা দেওয়ার সময় তিনি বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেনকে জানান। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে ফরহাদ হোসেনকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কারাদন্ডপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থীকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোর কুমার/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ