সাউথ জোনের অধিনায়ক হলেন যশোরের সাকিব

আরো পড়ুন

ক্রীড়া প্রতিবেদক : শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগের জন্য সাউথ জোনের (খুলনা ও বরিশাল বিভাগ) দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে যশোরের শাহারিয়ার সাকিবকে। এছাড়া দলে আছে যশোরের আর এক ক্রিকেটার মিকাইল। দলটির সহকারি কোচের দায়িত্বে থাকবেন যশোরের আজিমুল হক।

মিকাইল সম্প্রতি শেষ হওয়া শেষ হওয়া শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় দলে উইকেটকিপারের সাথে ওপেনানিংয়ের দায়িত্ব পালন করেছেন। এই প্রতিযোগিতায় মিকাইল আট ইনিংসে ২১.৫০ গড় ও ৩৩.৯৩ স্ট্রাইটরেটে ১৭২ রান করে।

এদিকে সর্বশেষ যুব বিশ্বকাপের আগে ঘোষিত প্রাথমিক দলে ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক দেয়া সাকিব। চলমান ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে উদয়াচলের হয়ে দুর্দান্ত ব্যাট করছেন সাকিব। ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ৫০.১৪ গড়ে এবং ৬৮.২৯ স্ট্রাইকরেটে ৩৫১ রান করেছেন সাকিব। এর মধ্যে ১১৬ রানের দুর্দান্ত একটা ইনিংস রয়েছে।

যুব ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সাউথ জোনসহ চারটি দল অংশ গ্রহণ করবে। দলগুলো হচ্ছে সেন্ট্রাল জোন (ঢাকা ও ঢাকা মেট্টো), নর্থ জোন (রাজশাহী ও রংপুর) ও ইস্ট জোন (সিলেট ও চট্টগ্রাম বিভাগ)। ১২ এপ্রিল চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। লংগার ভার্সন শেষে অনুষ্ঠিত হবে একদিনের ম্যাচ। সর্বশেষ অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাট। এখান থেকে প্রতিভাবান ক্রিকেটারদের অনূর্ধ্ব-১৯ দলের জন্য বাছাই করা হবে। বগুড়ার শহীদ চান্দু ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

সাউথ জোন দল :
মিকাইল (যশোর), মাঈনুল ইসলাম তন্ময়, (ঢাকা মেট্টো), মাহবুবুর রহমান সিফাত (খুলনা), শাহারিয়ার সাকিব (যশোর), আশরাফ উদ্দিন ফয়েজ (নারায়নগঞ্জ), সিয়াম হোসেন দিপু (খুলনা), পারভেজ রহমান জীবন (খুলনা), আলিফ হোসেন ইমন (ঢাকা), আশিকুর রহমান শিবলি (ঢাকা), তানভীর আহমেদ (কুষ্টিয়া), একান্ত রেজা (খুলনা), সাইফ আজাদ প্রমি (কুষ্টিয়া), নুরুল হাসান রোমান (বাগেরহাট), মারুফ হোসাইন (বরিশাল) ও জিহাদুল ইসলাম জিহাদ (বরিশাল)।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ