নিজস্ব প্রতিবেদক : যশোরে পৃথক দুটি সড়ক দুঘর্টনায় নিহত হয়েছে দু’জন। নিহত দুই জন যশোর সদর উপজেলার বাসিন্দা। তবে এ্ঘটনায় দুঘর্টনায় আহত হয়নি কেউ।
শুক্রবার (০৮ এপ্রিল) রাত দশটার দিকে যশোর সদর উপজেলার ফতেপুরে গাছের সাথে মোটরসাইকেল সংঘর্ষে হৃদয় হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়। নিহত হৃদয় হোসেন ছোটগোপালপুর গ্রামের মোহাম্মদ আলী মোল্লার (৪৫) ছেলে।
পুলিশ সূত্রে, শুক্রবার রাতে হৃদয় হোসেন আসিবুর হোসেন নামে তার এক চাচাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ফতেহপুরে তার এক আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভায়নার মাঠ নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক খেজুর গাছের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ তে হৃদয় হোসেন মাথায় গুরুতর আঘাত পায় এবং স্থানীয়রা উদ্ধার করে রাত দশটার দিকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, যশোরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা রফিকুল ইসলাম (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। শনিবার (০৯ এপ্রিল) সকাল ৮টার দিকে শহরের রাজারহাট মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সদর উপজেলার সাকরগাতী গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।
নিহতের স্বজনরা জানায়, শনিবার সকালে রফিকুল গ্রাম থেকে ইজিবাইকে করে যশোরে কাজের উদ্দেশ্যে আসছিলো। পথিমধ্যে রাজারহাট মোড়ে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রফিকুল মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা পুলিশের সহয়তায় তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যান। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুটি সড়ক দুঘর্টায় দুজন নিহত হয়েছে। নিহত দুইজন সদর উপজেলার বাসিন্দা।

