যশোরে তিনটি ককটেলসহ দুইজন আটক

আরো পড়ুন

যশোরে তিনটি ককটেল বোমাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

যশোর শার্শার উলাশী এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

আটক আসামিরা হচ্ছে শার্শার মহিশাকোরা এলাকার ওমেদ আলী মোল্লা (৪০) ও বিল্লাল মোড়ল (৩৮)।

র‌্যাব জানায়, মঙ্গলবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, যশোর জেলার শার্শা থানা এলাকায় কতিপয় ব্যক্তি নাশকতা সৃষ্টির লক্ষ্যে ককটেল বোমা মজুদ করে রেখেছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ভোর ৪টা ৫৫মিনিটে ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন উলাশী ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের হেফাজত থেকে ৩টি ককটেল বোমা ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করে বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলা করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ